1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে অর্থ আত্মসাত মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘ভূয়া পুলিশ’ অমিত হাসান ওরফে নজরুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অমিত হাসান বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার ইসলাম বাবুর্চী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত কে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতারনার শিকার একাধিক ভূক্তভোগী গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রতারক অমিত হাসান ওরফে নজরুল ইসলাম পুলিশ পরিচয় দিয়ে বন্দরে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে দাবড়িয়ে আসছিল। পুলিশ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ সাধারন মানুষের সাথে প্রতারনা ছিল তার নিত্যদিনের কাজ। তার অনৈতিক কর্মকান্ডের কারনে নিঃস্ব হয়ে গেছে ভূক্তভোগী সাধারন জনগন। প্রতারক ও ভূয়া পুলিশ অমিত হাসান ওরফে নজরুল ইসলামের বিরুদ্ধে সাজা ওয়ারেন্টে ছাড়াও বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ৫৪৬/২১সহ একাধিক অর্থ আত্মসাতসহ প্রতারনা মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট