1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মহেশপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদ। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় মহেশপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের হাতে নিহত হন হেযবুত তওহীদের দুই সদস্য ইব্রাহীম রুবেল ও সোলায়মান খোকন। হত্যাযজ্ঞের ৭ বছরেও আসামিরা গ্রেফতার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা এবং হুমকির প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি শামসুজ্জামান মিলন।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদ খুলনা সহকারি বিভাগীয় আমির আজমল হোসাইন,মহেশপুর উপজেলা শাখার সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, মাগুরা জেলা সভাপতি শামীম আশরাফ,ঝিনাইদহ জেলা বাণিজ্য সম্পাদক আবুল কাশেম সহ ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট