1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান মাসুদকে (৪২) গ্রেপ্তার করেছে তালতাল তদন্ত কেন্দ্রের পুলিশ।

রোববার (০৬ অক্টোবর) নয়াপুর বাজার এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে তাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হাবিবুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ইউপি হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা ছিল। তাই তাকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট