1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

না.গঞ্জে মঙ্গলবারের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বেসামরিক জনগণকে গত ১৫ বছরে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জে ৩ সেপ্টেম্বরের (মঙ্গলবার) মধ্যে স্থগিতকৃত লাইসেন্সভুক্ত অস্ত্র ও তার গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুলক হক স্বাক্ষরিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি কর্তৃক ইস্যুকৃত বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স (কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা ব্যতীত) স্থগিত করা হলো। স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহীতার স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের ঠিকানার নিকটস্থ থানায় লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন। উক্ত তারিখের মধ্যে কোন অস্ত্র/গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। ইতোমধ্যে যাদের আগ্নেয়াস্ত্র থানা, জেলা ট্রেজারী ও আর্মস ডিলারদের নিকট জমা রাখা আছে; তাদের ক্ষেত্রে অস্ত্র জমাদানের বিষয়টি প্রযোজ্য হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট