1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি করেছেন বরিশালের ৮৫১ জিয়া সড়ক এলাকার আবদুল বারেক মোল্লার ছেলে মো. নূরুল ইসলাম মোল্লা।

মামলার আরজিতে বন্দরের মদনপুর কলাবাড়ি এলাকায় তার বর্তমান ঠিকানা বলে উল্লেখ করেন।

মামলার বাদী নূরুল ইসলাম মোল্লা জানান, এবিএম খায়রুল বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কার্টিং ভোট প্রদান করেন। চার-তিনে মেজরিটি হয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় হয়। এই সংক্ষিপ্ত রায়ের ওপর ভিত্তি করে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। বিষয়টি অবগত হয়ে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জানান, নূরুল ইসলাম মোল্লা নামে জনৈক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে স্বতঃস্ফূর্ত হয়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে মামলা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট