1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

বন্দরে পেশি শক্তি দেখাতে দুই গ্রুপের সংঘষে আহত ১০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলা সহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের অনুসারী রাজু আহমেদ ওরফে স্ট্যান্ড রাজু ও আকিব হাসান রাজু ওরফে চিনারদী রাজুর মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ ই মার্চ দুই রাজু গ্রুপের সদস্যরা পুনরায় নিজেরদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে স্ট্যান্ড রাজু গ্রুপের এলাকার মামুন,নাসির,অপু ও চিনারদী রাজু গ্রুপের রহিম,পিন্টু,নিলুফা, আব্দুল,রুবেল,জাহিদ ও সাইফুল আহত হয়। আহতদের মধ্যে রহিম নামের এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং অন্যান্য আহতদের স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নারায়ণগঞ্জ জেনারেলসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে যুবলীগ নেতা খান মাসুদ জানান,কোন অপরাধীর দায় ভার আমি নিবো না। অপরাধী যেই হোক না কেন তার কোন ছাড় নেই। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যা রয়েছে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসন কে অনুরোধ জানিয়েছি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, সংর্ঘের ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট