1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন জুলাই অভ্যুত্থানে শহীদ মানিকের কবরে জিয়ারত করলেন না.গঞ্জ ছাত্র ফেডারেশন বিতর্কে জর্জরিত মান্নান : প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় বিএনপি সর্বত্র সমালোচনা: জোড়া খুনের চার্জশিটভুক্ত আসামির গলায় মাসুদের ফুল দিয়ে মালাবদল যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

আওয়ামী সরকার ১৬ বছর চেষ্টা করেছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে,-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত দিনে আওয়ামী সরকার ১৬ বছর চেষ্টা করেছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখার চেষ্টা করেছিলো। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন দাউদাউ করে জ্বলে উঠেছিলো।এই আন্দোলনের প্রধান কথা ছিল, যেটা ৭১’র মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল বৈষম্য এবং অবিচার রোধ করা। বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই বৈষম্যের বিরুদ্ধেই ২০২৪ সালেও ছাত্র-জনতা অভূতপূর্ব গনঅভ্যুত্থান সম্পাদন করেছে। অভ্যুত্থান দুই রকমের হয়, সামরিক অভ্যুত্থান হয়, গনঅভ্যুত্থান হয়। আমরা কোন সামরিক অভ্যুত্থান করিনি, বাংলাদেশের মানুষ এবার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসীবাদের যাতাকল থেকে দেশকে, মানুষকে এবং জাতিকে মুক্ত এবং স্বাধীন করেছে। কোটা সংস্কার আন্দোলন পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত এবং স্বৈরাচার বিরোধী গনআন্দোলনে পরিনত হয়। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা।

শুক্রবার (৯ আগষ্ট) বাদ জুম’আ ডিআইটি চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈষম্যকে উৎখাত করার জন্য বিভেদের যত দেয়াল আছে সেগুলোকে ভেঙ্গে দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন সেই কাজটি করতে সক্ষম হয়েছে। সমাজকে নানা শ্রেনী পেশায় যে ভাবে বিভক্ত করে রেখেছে, নিজেদের মধ্যে বিবেদের দেয়াল তৈরী করে রেখেছি, যে কারণে আমরা সেই দেয়াল গুলো উতরে এক কাতারে দাড়াতে পারি না। আর এ কারনেই জালেমরা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে সুযোগ পায়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসেন কাসেমী, জৈনপুরী পীর সাহেব এনায়েতুল্লাহ আব্বাসী, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট