1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বন্দরে পূর্ব শত্রুতার জেরে নারী শ্লীতহানী ২ জনকে কুপিয়ে আহত। থানায় অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নারীসহ একই পরিবারের ২জনকে কুপিয়ে আহত করা সহ শ্লীলতাহানি ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আহত বাদী মো: হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়াবলের ছেলে নানা অপর্কেমর হোতা জয়, লক্ষারচর উত্তর পাড়া এলাকার জাপা নেত্রী পলি বেগমের স্বামী বাবুল মোল্লা ও তার ছেলে রবিন সহ অজ্ঞাত আরো ৭/৮ জন গত ৩১-৭-২০২৪ তারিখে রাত আনুমানিক ৯টার সময় তার ভাই বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে উওরপাড়া এলাকায় মারধর করতে থাকিলে তিনি ও তার স্ত্রী সংবাদ পেয়ে তার ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে বাবুল মোল্লার ছেলে রবিন ধারালো চাকু দিয়ে মাথায় পোচ মেরে রক্তাক্ত কাটা যখম করে এবং তার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানি করে এবং তার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনায় মোঃ হোসেন বাদি হয়ে বন্দর থানায় রবিন, জয়, ও বাবুল মোল্লা সহ অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে বিবাদী বাবুল মোল্লা বলেন,মো: হোসেন ও তার ভাই বাবু সহ ৪/৫ জন তাদের এলাকায় এসে অভি নামের এক যুবককে মারপিট করতে থাকলে তিনি তাদের বাধা দেন। নতাদের বিরূদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট