1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

বন্দরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চলাচলকারী যাত্রীরা। বেলা পৌঁনে বারোটায় উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় টোটাল ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, দুই বছরের ছুটি বেতন ও এক মাসের বেতন বোনাস আটকে আছে। বেতন না পাওয়ার কারণে বাড়ি ভাড়া দোকানে টাকা দিতে পারছে না। ঈদের আগেই যেন বকেয়া বেতন পরিশোধ করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করেছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ জানিয়েছে আগামীকালের মধ্যে তাদের পাওনা পরিশোধ করবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট