1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান

ফতুল্লায় হেরোইন মাইচ্ছা মহসীন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় লক্ষাধিক টাকা মূল্য মানের হেরোইন সহ
শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক সহ সোহাগ হত্যা মামলার আসামী মহসিন ওরফে মাইচ্ছা মহসিন(৩৩) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার(৩ মে) রাতে তাকে ফতুল্লা থানার দাপাইদ্রাকপুরস্থ হক রোলিং মিলস এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে লক্ষাধিক টাকা মূল্যমানের ২৭ গ্রাম (২৭০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃত মহসিন ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনী এলাকার মুসা বেপারীর পুত্র।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে,ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রিজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১০ টার দিকে ফতুল্লা থানার হক রোলিং সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইন সহ মহসীন কে গ্রেফতার করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য যে, ২০২২ সালে মহসিন মাদক বিক্রির তিন লাখ টাকা ও অর্ধ কোটি টাকার আইস, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিয়ে ৫ সহযোগি সহ ঢাকা জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেফতার হয়। সর্বশেষ দুই মাস পূর্বে ১০ গ্রাম হেরোইন সহ নারায়নগঞ্জ জেলা কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রেফতার হয় শির্ষ স্থানীয় এই মাদক ব্যবসায়ী।বেশ কিছুদিন কারাগারে আটক থেকে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারো নতুন সিন্ডিকেট করে মাদক কারবারে সক্রিয় হয়ে পরে।
এ ছাড়া তার বিরুদ্ধে সোর্স সোহাগ হত্যা সহ ঢাকা,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় বহন করে অনেকটা নিবিঘ্নে মাদক ব্যবসা করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট