1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নিরাপত্তা শঙ্কায় আল আমিনের জিডি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি রেকর্ড করা হয় বলে জানান এ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁশমুলি এলাকায় এনসিপির এ প্রার্থীর উপর হামলার চেষ্টা চালানো হয়।

এই ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানা করা জিডিতে আল আমিন লিখেছেন, তাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে প্রাণ-নাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গালাগালিও করা হয়েছে তাকে। এছাড়া, তার সংগঠনের নেতা-কর্মীদেরও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে।

এতে এ সংসদ সদস্য প্রার্থী নিজে এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান আব্দুল্লাহ আল আমিন।

এদিকে, বুধবার সন্ধ্যায় আল আমিনের উপর হামলার চেষ্টাকারী দুই ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে র‌্যাব ও পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট