
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ‘মির্জা আব্বাসের ছোট ভাই’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জে তারাব’তে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, তিনি ভিন্ন কারণে রূপগঞ্জে আসলেও মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর অনুরোধে এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।
“এখানে আসতে পারাকে সৌভাগ্য মনে করি। কারণ নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, প্রচারণা শুরু হয়ে গেছে। আমার স্বামী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় আমি এখনো নামিনি। কিন্তু আমার দেবর দিপুর জন্য এখানে চলে আসলাম।”
এ সময় আফরোজা আব্বাস বলেন, “দিপু মির্জা আব্বাসের ছোট ভাই।”
গত বছর রমজান মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ধর্ষণের শিকার শিশুর বাড়িতে আসার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “একটা শিশু ধর্ষণের ঘটনায় চেয়ারম্যান তারেক রহমান এখানে আসতে বলেছিলেন।”
“দিপুকে তিনি এতটাই বিশ্বাস, স্নেহ ও আস্থা রাখেন যে, তিনি দিপুকে আমার পাশে থাকতে বলেছিলেন। দিপু ছাড়াও অন্যান্য বিএনপি নেতারাও পাশে ছিলেন”, যোগ করেন তিনি।
রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার বিগত কর্মকাণ্ড তুলে ধরে আফরোজা আব্বাস বলেন, “গত ১৮ বছর সে আপনাদের ছেড়ে যায়নি, পাশে ছিল। আমরা তাকে চাই, যাকে সুখে-দুঃখে পাশে পাই। যাকে পাবেন তার পাশে আপনারাও থাকবেন, এইটুকুই দিপুর আশা। কারণ আপনারাই শক্তিশালী অস্ত্র দিপুর জন্য। দিপু একা কিছু করতে পারবে না যদি আপনারা পাশে না থাকেন। দিপু সব করবে তার পাশে আপনারা থাকবেন।”
মহিলা দলের সভানেত্রী বলেন, “গত ১৮ বছর আমরা যুদ্ধ করেছি। আমরা কেউ বাসায় থাকতে পারিনি। গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছি। আমার স্বামী, দেবর, বাচ্চারা এসবের শিকার হয়েছে। এটার প্রতিবাদ, জাবাব দিতে হবে। ১২ তারিখে ব্যালটের মাধ্যমে জবাব দেবো।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকার চেয়েছিল- অত্যাচার করতে করতে আমাদের বিচ্ছিন্ন করে দিতে। দলকে ছিন্নভিন্ন করে দিতে। কিন্তু জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন, এদের কখনো আলাদা করা যাবে না। আমাদের আলাদা করতে পারে নাই। আমরা এক ছিলাম, সব সময় এক আছি।”