1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

আড়াইহাজারে তুলার কারখানায় অগ্নিকান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার লালুরকান্দি এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে আশপাশের লোকজন দ্রুত কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার একটি বড় অংশে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

কারখানার মালিক মো. সামাদ জানান, আগুনে বিপুল পরিমাণ তুলা, গার্মেন্টস ঝুট, তিনটি মেশিন এবং একটি মোটর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই নেভানোর চেষ্টা করেছি। কিন্তু তুলা ও ঝুট দাহ্য হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে কারখানার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।”

খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে অংশ নেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, “কারখানার মেশিনসহ দাহ্য উপকরণ পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি হয়েছে।”

আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল ইসলামও একই ধরনের প্রাথমিক ধারণা দিয়েছেন। তিনি জানান, “তুলা তৈরির কারখানার পাশেই গার্মেন্টস ঝুটের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট