1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সরকারি মহিলা কলেজে ক্রীড়া-সংস্কৃতি উৎসব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতির মিলনে উৎসবমুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও থারম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, প্রায় ১৫ হাজার শিক্ষার্থী নিয়ে এই কলেজ নারায়ণগঞ্জ জেলায় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এখান থেকে প্রতিবছর শত শত শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ শুধু ফলাফলনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা এবং তোলারাম কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। তারা এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাট্যাংশসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। রঙিন পোশাক, নৃত্যের ছন্দ ও গানের সুরে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত স্টলগুলোতে ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, চন্দ্রপুলি, নারিকেল পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা প্রদর্শিত হয়, যা অতিথি ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

শেষ পর্বে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও করতালিতে কলেজ প্রাঙ্গণ আনন্দে মুখরিত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার ঘোষণা দেন প্রধান অতিথি আব্দুল কাদির মোল্লা। তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস এবং আধুনিক শিক্ষা কার্যক্রম জোরদারে একটি কম্পিউটার ল্যাব স্থাপনে অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট