
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশু ও সম্মানিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিশুদের বিনোদনের জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করা হয়।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) উক্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণগঞ্জ সদর সাদিয়া আক্তার, সদর উপজেলার প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, সরদার এনায়েত নগর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল এবং প্রতিষ্ঠানটির উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও কম্পিউটার বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরা যারা এখানে আছো, একদিন লেখা-পড়া করে অনেক বড় মানুষ হবে। শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে।”
তিনি আরও বলেন, “তোমরা পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক শিশুদের আবাসন ব্যবস্থা ও ডাইনিং পরিদর্শন করেন এবং পরে শিশুদের খেলাধুলার জন্য নির্মিত একটি মিনি পার্ক উদ্বোধন করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।