1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

আড়াইহাজারে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতি যেন এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়—বরং নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে।

খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে উপস্থিত হয়ে ডাকাতির ঘটনায় ক্ষোভ ও তিরস্কার প্রকাশ করলেও বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বরাবরের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।

সর্বশেষ রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় মাহফিল শেষে ফেরার পথে ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী (নড়াইল)–এর গাড়িতে সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তাঁর সহযোগী ও গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাহফিল শেষ করে গন্তব্যে ফেরার সময় কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে।

মুহূর্তেই তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী, গাড়িচালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলার পর ডাকাতরা আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

ঘটনাটি আরও উদ্বেগজনক এই কারণে যে—এলাকাটি দীর্ঘদিন ধরেই ডাকাতির ‘হটস্পট’ হিসেবে পরিচিত।

তবুও পুলিশের টহল, নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যত প্রশ্নবিদ্ধ।

সাধারণ মানুষ যেখানে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে ধর্মীয় মাহফিল শেষে ফেরার পথেও যদি এমন বর্বর হামলা ঘটে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক—তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভুক্তভোগীদের সঙ্গে রাস্তায় টহলরত পুলিশের দেখা হয়েছে। তারা থানায় মামলা করতে আগ্রহী ছিলেন না। পরে টহল গাড়ি তাদের নিরাপদে আড়াইহাজার থানা এলাকা পার করে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

তবে পুলিশের এই বক্তব্যে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। গুরুতর হামলা ও ডাকাতির ঘটনায় মামলা না হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে—আইনশৃঙ্খলা বাহিনী কি আদৌ অপরাধ দমনে সক্রিয়, নাকি দায় এড়ানোর পুরনো সংস্কৃতিই বহাল রয়েছে ?

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্য তিরস্কারের পরও যদি আড়াইহাজারে ডাকাতি নিয়ন্ত্রণে না আসে, তবে তা নিছক ব্যর্থতা নয়—এটি স্পষ্টভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভাঙার শামিল।

দ্রুত কার্যকর অভিযান, দৃশ্যমান টহল বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে না পারলে আড়াইহাজারে ডাকাতির ভয়াবহতা আরও গভীর সংকটে রূপ নিতে পারে—এমন আশঙ্কাই এখন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট