1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৩ শতাধিক শীতার্তদের মুখে হাসি ফোটালো না.গঞ্জ ঐক্য পরিষদ আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার এবারের নির্বাচন প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে-অতিরিক্ত সচিব দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন সোনারগাঁয়ে ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩ আমাকে আপনাদের গোলাম হিসেবে দেখবেন-কালাম চব্বিশের গণঅভ্যুত্থানের পর বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে-রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৪: এমপি প্রার্থী সিরাজীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া ও পৌর ভবনাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জোবিঅ-মেঘনাঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে দত্তপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুইটি ভাট্টি (এর মধ্যে একটি চালু) উচ্ছেদ করা হয়।

এছাড়া পৌর ভবনাথপুর এলাকায় আরও একটি অবৈধ চুনা কারখানার দুইটি ভাট্টি (একটি চালু) এবং কলাপাতা এলাকায় একটি অবৈধ মিষ্টি কারখানার চারটি বার্নার বিচ্ছিন্ন করা হয়।
এসময় ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট পাইপ, চারটি এয়ার মিক্স বার্নার জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২৫০ ফুট প্লাস্টিকের পাইপ কেটে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মোবাইল কোর্টে বাণিজ্যিক শ্রেণির মোট চারটি চুনা ভাট্টি ও একটি মিষ্টি কারখানার চারটি বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে সর্বমোট ৮ হাজার ১৮০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন সম্ভব হয়েছে। ফলে দৈনিক প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানকালে কলাপাতা এলাকার একটি মিষ্টি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে লিগ্যাল বিভাগের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা বা এজাহার দায়ের করা হবে। অভিযানে জোবিঅ-মেঘনাঘাটের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট