1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩ শতাধিক শীতার্তদের মুখে হাসি ফোটালো না.গঞ্জ ঐক্য পরিষদ আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার এবারের নির্বাচন প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে-অতিরিক্ত সচিব দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন সোনারগাঁয়ে ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩ আমাকে আপনাদের গোলাম হিসেবে দেখবেন-কালাম চব্বিশের গণঅভ্যুত্থানের পর বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে-রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৪: এমপি প্রার্থী সিরাজীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৩: অঞ্জন দাসের মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন ও এর সহযোগী সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অঞ্জন দাস বলেন,“এই নির্বাচন কোনো সাজানো খেলা হতে পারে না। নির্বাচিত হয়ে মেহনতি মানুষের অধিকার আদায় করাই হবে আমার প্রথম কাজ। আজ মনোনয়ন জমা দিয়ে আমরা কেবল কাগজ জমা দেইনি আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষাকে নির্বাচনের ময়দানে দাঁড় করিয়েছি।”

নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, “নিরাপত্তাহীনতার মধ্যে দাঁড়িয়ে নির্বাচন করা অসম্ভব। নির্বাচন কমিশনের প্রতি স্পষ্ট দাবি অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করুন। কিন্তু বাস্তবে আমরা দেখছি প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা।”

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করে হত্যার পর আমরা এখনো শঙ্কিত। এই হত্যাকাণ্ড প্রমাণ করে রাজনৈতিক সহিংসতা এখনো থামেনি। এরপরও প্রশাসন যদি নীরব থাকে, তবে সেটি জনগণের নিরাপত্তার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”

অঞ্জন দাস বলেন, “এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তবে তার দায় নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিতে হবে। আমরা ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া মানুষ নই। মাথাল মার্কা নিয়ে আমরা জনগণের শক্তিতেই সামনে এগোব।”

শেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচনকে গণভোটে পরিণত করুন। অন্যায়, দমন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে হ্যাঁ ভোট দিন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট