
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে কাচপুরে রাতের আধারে গড়ে উঠা বিজয় মেলার নামে জুয়া, মদ সহ অবৈধ মেলা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রসাশন। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ভাংচুর অভিযান।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত , ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিবুল্লাহ , সহকারী কমিশনার ভুমি খ সার্কেল ফাইরুজ তাসনিম , হাইওয়ে পুলিশের সদস্য , জেলা বিএনপির সদস্য ও কাচপুর ইউনিয়ন পিএনপির সভাপতি সেলিম হক।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, কাচপুর সার্কেল সহ পুরো সোনারগাওয়ে কোন ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। আমাদের উপজেলা প্রসাশন ও স্হানীয়দের সহায়তায় আজ অবৈধ মেলার দোকানপাঠ সহ অন্যান্য স্হাপনা ভেঙ্গে তছনছ করে দেয়া হয়েছে।
কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক বলেন, প্রসাশনের পাশাপাশি আমরাও মেলা ভেঙ্গে দেয়ায় সহযোগীতা করেছি। যারা এ অবৈধ মেলা দেয়ার চেষ্টায় জড়িত ছিলো তাদের শাস্তি দাবি করছি।