1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিএনপি নেতা পাকনা টিপুর বক্তব্যে সমালোচনার ঝড় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড় হাদীকে গুলি: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন আটক সোনারগাঁয়ে মেলার নামে মাদক ও জুয়ার দোকানপাট ভাংচুর করলো প্রশাসন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি—আমরা সবাই জনগণের চাকর-ডিসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর কোরআন খতম-দোয়া স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন অভিযোগ জামায়াত প্রার্থীর জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের, ছাড়িয়ে নিলো বিএনপি

সিদ্ধিরগঞ্জে এনসিপির তিন কর্মীকে ছুরিকাঘাত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন কর্মীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—জেলা ছাত্রশক্তির পদপ্রার্থী রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম জানান, দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টার লাগানোর সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাধা দেয়। প্রতিবাদ করলে তামিমের ওপর হামলা চালানো হয় এবং তার মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়।

আজ বুধবার দুপুর ২টার দিকে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করতে তামিম, রিয়াদ ও বায়েজিদ মিতালী মার্কেটে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর চড়াও হয়ে ছুরিকাঘাতসহ বেধড়ক মারধর করে। পরে এনসিপির অন্য নেতাকর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, “রাতে পোস্টার লাগানোর সময় আমাদের কর্মীরা হামলার শিকার হয়। পরিচয় শনাক্ত করতে ফুটেজ নিতে গেলে আবারও সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে। শুনেছি, হামলাকারীরা মিতালী মার্কেটের কয়েকজন কর্মচারী এবং স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চলাচল করে। আমরা এ ঘটনায় মামলা করতে প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও বলেন, “এই ঘটনা প্রমাণ করে নির্বাচনী পরিবেশ কতটা শঙ্কাপূর্ণ। আমরা সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, “ভুক্তভোগীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত নেওয়া হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পোস্টারিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতের এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট