1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

রূপগঞ্জে বরাবোতে ‘গোপন গ্যাস সিন্ডিকেট’ ধরাশায়ী, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাবো এলাকার কবরস্থান রোডে এ ঘটনা ঘটে।

তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসির রূপগঞ্জ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো.জাহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় দায়ের করা এজাহারে জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে থানার ফোনকলের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন।

এর আগে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানা পুলিশের দুটি টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীদের অবৈধ সংযোগ স্থাপনের সময় বিভিন্ন সরঞ্জামসহ আটক করে।

গ্রেপ্তার তিনজন হলেন—
১. মো. তারিফুর ইসলাম (৩৮),
২. মো. পনির হোসেন (৩৫),
৩. মো. আনিসুর রহমান (৩২)।

পুলিশ জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজশে তিতাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের চেষ্টা করছিল। এ সময় আরও ২–৩ জন সহযোগী টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এজাহারে বলা হয়, আসামিদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। লাইসেন্সধারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধ পন্থায় গ্যাস আহরণের চেষ্টা করায় আসামিরা বাংলাদেশ গ্যাস আইন, ২০১০–এর ১২(১)/১৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তিতাসের ব্যবস্থাপক জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পালিয়ে যাওয়া সহযোগীদের শনাক্তে অভিযান চলছে।

এমন ঘটনায় নির্ভরশীল একটি সূত্র জানায়, রূপসী তিতাস কার্যালয়ের একজন কর্মকর্তার কঠোর গোপন নির্দেশনায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টাকালে তিতাস কর্তৃপক্ষের কাছে খবর দেয় অপর একটি গ্রুপ। ফলে ধরা পরে অপরাধী তিনজন। আর অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীকে রক্ষা করতেও চলছে বাণিজ্য ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট