1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

বন্দরে শিশুকে কুপ্রস্তাবের প্রতিবাদ: ক্ষিপ্ত হয়ে ছাগলকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৮ বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় ভিকটিমের পরিবারের সদস্যদের না পেয়ে দুই মাসের গর্ভবতী ছাগলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামুন ও তার স্বজনদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত ছাগলের মালিক বাদী হয়ে মামুন, তার দুই বোন বন্যা ও আছিয়ার নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরে বাদীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কলাগাছিয়ার আলীনগর এলাকার আব্দুল রশিদের বাকপ্রতিবন্ধী ছেলে মামুন (১নং বিবাদী) দীর্ঘদিন ধরে বাদিনীর ৮ বছরের মেয়েকে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রায় এক মাস আগে বিষয়টি বিবাদীর পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এর জের ধরে রোববার দুপুরে বাদিনীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে মামুন, তার বোন বন্যা ও আছিয়া এবং তাদের মা একত্রে দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ ও কাঠের লাঠি নিয়ে বাদিনীর বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। বাদিনী প্রতিবাদ করলে মামুন ক্ষিপ্ত হয়ে তার দুই মাসের গর্ভবতী ছাগলকে ধারালো চাকু দিয়ে কোপায়, ফলে ছাগলটি রক্তাক্ত জখম হয়।

এ সময় বন্যা, আছিয়া ও তাদের মা মিলে বাদিনীর চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার কিছুক্ষণ পর বাদিনী জখম হওয়া ছাগল নিয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার চাইতে যাওয়ার পথে বিবাদীদের বাড়ির সামনে আবারও হামলার শিকার হন। বন্যা, আছিয়া ও তাদের মা মিলে তাকে মাটিতে ফেলে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে।

পরে রক্তাক্ত ছাগলটিকে বন্দর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট