যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৮ বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় ভিকটিমের পরিবারের সদস্যদের না পেয়ে দুই মাসের গর্ভবতী ছাগলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামুন ও তার স্বজনদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত ছাগলের মালিক বাদী হয়ে মামুন, তার দুই বোন বন্যা ও আছিয়ার নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরে বাদীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কলাগাছিয়ার আলীনগর এলাকার আব্দুল রশিদের বাকপ্রতিবন্ধী ছেলে মামুন (১নং বিবাদী) দীর্ঘদিন ধরে বাদিনীর ৮ বছরের মেয়েকে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রায় এক মাস আগে বিষয়টি বিবাদীর পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এর জের ধরে রোববার দুপুরে বাদিনীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে মামুন, তার বোন বন্যা ও আছিয়া এবং তাদের মা একত্রে দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ ও কাঠের লাঠি নিয়ে বাদিনীর বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। বাদিনী প্রতিবাদ করলে মামুন ক্ষিপ্ত হয়ে তার দুই মাসের গর্ভবতী ছাগলকে ধারালো চাকু দিয়ে কোপায়, ফলে ছাগলটি রক্তাক্ত জখম হয়।
এ সময় বন্যা, আছিয়া ও তাদের মা মিলে বাদিনীর চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার কিছুক্ষণ পর বাদিনী জখম হওয়া ছাগল নিয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার চাইতে যাওয়ার পথে বিবাদীদের বাড়ির সামনে আবারও হামলার শিকার হন। বন্যা, আছিয়া ও তাদের মা মিলে তাকে মাটিতে ফেলে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে।
পরে রক্তাক্ত ছাগলটিকে বন্দর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত