
যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লায় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নয়ামাটি এলাকায় থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি সারাজীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষ আমার। তিনি কখনো দেশ ও মানুষের জন্য আপসহীন সংগ্রাম থেকে পিছপা হননি। দুঃশাসনের নিপীড়নের শিকার হয়েও আপোষ করেননি। চিকিৎসার অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি- দেশে গণতন্ত্র ফিরে এলে তিনি যেন তা দেখতে পান। আমরা নফল রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তাঁর হায়াত বৃদ্ধির প্রার্থনা করছি।”
থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়ার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মামুন, ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।