
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী দীপু ভুঁইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে রূপগঞ্জের তারাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে রূপগঞ্জ থানার সর্বস্তরের জনগণ ও জুলাই যোদ্ধা শহীদ পরিবারের ব্যানারে এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।
এসময় তারা–জিয়ার সৈনিক এক হও-এক হও, অবৈধ মনোনয়ন, মানিনা-মানবোনাসহ নানা স্লোগান দেন।
মিছিলকারীরা অভিযোগ করেন, বিএনপি ঘোষিত প্রার্থী দীপু ভুঁইয়া দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। তার মনোনয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্ন নির্যাতনে যারা জড়িত ছিল তারা দীপু ভুঁইয়ার নেতৃত্বে বিএনপিতে সক্রিয় হয়ে উঠেছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর রূপগঞ্জে সংঘটিত বেশ কয়েকটি খুনের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
এছাড়া সম্প্রতি বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকা প্রকাশের পর স্থানীয়ভাবে দলীয় গ্রুপিং আরও তীব্র হয়েছে বলেও অভিযোগ উঠে।
বিক্ষোভকারীরা আরও জানান, তালিকা ঘোষণার পর প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দীপু ভুঁইয়ার লোকজন, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে।
এ অবস্থায় তারা অবিলম্বে দীপু ভুঁইয়ার মনোনয়ন প্রত্যাহার এবং নতুন করে প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।