1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

গোগনগরে কোনো মাদক-সন্ত্রাসীর হাট থাকবে না-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জের সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমি নির্বাচিত হলে এই এলাকায় সরকারের বরাদ্দকৃত অর্থের ৫ টাকাও দুর্নীতি করতে দেব না। এটি আমার দায়িত্ব। আমি নিজে দুর্নীতিমুক্ত থাকলে আগামী ৫ বছরে এমন কোনো মায়ের সন্তান থাকবে না যে ৫০০ টাকার দুর্নীতি করবে। আমি গোগনগরের ২৫ হাজার ভোটারের ৫০ হাজার হাতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই।”

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সৈয়দপুর গোগনগর বঙ্গবন্ধু স্কুলের অডিটোরিয়ামে ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত ও নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ-৪ আসন গড়ে তুলি’ স্লোগানে কাসেমী পরিষদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক সমস্যাকে দেশের একটি বড় জাতীয় সংকট উল্লেখ করে কাসেমী বলেন, “মাদক কে বিক্রি করছে, কারা কিনছে এবং কারা সহযোগিতা করছে- এসব বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। গোগনগরের ২৫ হাজার ভোটারকে নিয়ে আমরা একসঙ্গে মাদকের বিরুদ্ধে কাজ করবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গোগনগরে কোনো মাদক-সন্ত্রাসীর হাট থাকতে দেওয়া হবে না। কোনো ধরনের জুলুম-অত্যাচার হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

তিনি আরও বলেন, “গত তিনবার নির্বাচন পরিবেশ না থাকায় আমরা ভোট দিতে যেতে পারিনি। এবার আমরা সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা করছি। এই নির্বাচন সুষ্ঠু করতে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। দিন-তারিখ ঘোষণা করেছেন এবং একই দিনে গণভোটের বিষয়টিও নির্ধারণ করেছেন।”

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর মধ্য এলাকার বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আফসার উদ্দিন দেওয়ান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আব্বাসসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট