
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত উদ্যোক্তা সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
উদ্যোক্তা সম্মেলনটি আয়োজন করেছিল ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম তার বক্তব্য শেষ করার পর প্রধান অতিথি ও আইবিডব্লিউএফ প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই সময় কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী হলে প্রবেশ করে হাতেমের উপস্থিতির বিরোধিতা জানায়।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জে হাতেম বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হয়ে অন্যায়ভাবে ব্যবসায়িক ও প্রশাসনিক সুবিধা নিয়েছেন। তাদের দাবি, “যিনি জনগণের ওপর নির্যাতনের সময় সরকারের সহযোগী ছিলেন, তাকে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিথি হিসেবে স্থান দেওয়া ছাত্রসমাজের প্রতি অসম্মান।”
তাদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আয়োজকরা নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আমি সম্পূর্ণ পেশাগত কারণে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বক্তব্য দিতে গিয়েছিলাম। সেখানে রাজনৈতিক স্লোগান বা বক্তব্যের কোনো বিষয় ছিল না। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণ দুঃখজনক।”
অন্যদিকে ছাত্রদল নেতারা জানান, “সরকার পরিবর্তনের পরও পুরনো প্রভাবশালীরা নতুন চেহারায় নিজেদের পুনর্বাসন করতে চাইছে। আমরা এর প্রতিবাদ জানাই।”
উল্লেখ্য, দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইবিডব্লিউএফ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করছে।
ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমন ঘটনায় ব্যবসায়ী মহলসহ নারায়ণগঞ্জে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ।
বিকেএমইএএর মোহাম্মদ হাতেম বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকার রাজনৈতিক সুবিধা নিয়ে নানা ফায়দা হাসিল করেন। এমন ঘটনার কারণে ২০২৪ সালের ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন ঘটলে হাতেম নিজের রং পাল্টে নতুন রঙে রঙিন হয়ে ওঠে এবং দখল করে বিকেএমইএ। এমন দখলদারিত্বের কারণে নানাভাবে নাজেহালও হন মোহাম্মদ হাতেম।