1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

বন্দরে উদ্ধারকৃত চোরাই ড্রেজারটির মালিক মাদারীপুরের আ.লীগ নেতা শাহাবুদ্দিন মোল্লা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরের কলাগাছিয়ার মোহনপুর নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামী লীগ দোসর মাজহারুল ইসলামের ডকইয়ার্ড থেকে জব্দকৃত কোটি টাকা মূল্যের চোরাই ড্রেজারের প্রকৃত মালিক অবশেষে শনাক্ত হয়েছে। তার নাম শাহাবুদ্দিন মোল্লা। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই শাহাবুদ্দিন মোল্লা গা ঢাকা দেন। তার পলাতক থাকার সুযোগে মাদারীপুর থেকে ২৪ ইঞ্চি কাটিং এস.এস মৌরি ড্রেজারটি সংঘবদ্ধ চোরাই সিন্ডিকেট বন্দরের ময়মনসিংহপট্টি সংলগ্ন এলাকায় ডকইয়ার্ডের পাশে এনে রাখে।

দীর্ঘ দুই মাস পর বন্দরের কথিত যুবদল নেতা মিনহাজ মিঠু, সেচ্ছাসেবক দলের নেতা পাপ্পু এবং যুবদল নেতা হুমায়ুনসহ কয়েকজন নামধারী নেতা থানা পুলিশকে ম্যানেজ করে বুধবার রাতে ড্রেজারটি কলাগাছিয়ার মোহনপুর এলাকায় নেয়ার সময় নারায়ণগঞ্জ নৌ পুলিশ ড্রেজারটি আটক করে এবং পাহারার জন্য দুই পুলিশ সদস্যকে নিয়োগ দেয়।

কিন্তু সংঘবদ্ধ চক্র গভীর রাতে পাহারারত পুলিশ সদস্যদের মারধর করে ড্রেজারটি মোহনপুর মাজহারুলের ডকইয়ার্ডে নিয়ে যায় এবং সেখানে দিন-রাত গ্যাস দিয়ে কাটার চেষ্টা চালায়।

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা বন্দর থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করলেও রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেয়। এ ঘটনার পরই ডকইয়ার্ড মালিক মাজহারুল ইসলাম পালিয়ে যায়।

কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন মোল্লার জাহাজটি বিএনপি ও যুবদল নেতারা চোর সিন্ডিকেটের সঙ্গে আতাত করে প্রশাসনের সহযোগিতায় মোহনপুর মাজহারুলের ডকইয়ার্ডে এনে কাটপিছ করে বিক্রি করছে।”

এ বিষয়ে উল্লিখিত নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিষয়টি ড্রেজার মালিকপক্ষের নজরে আসে। শনিবার ড্রেজার মালিকের চাচাতো ভাই আতাহার মোল্লা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অতিরিক্ত এএসপি (সার্কেল-খ) এর কাছে উপস্থিত হন।

পুলিশ যাচাই-বাছাই করে নিশ্চিত হয় যে ড্রেজারটির মালিক সত্যিই শাহাবুদ্দিন মোল্লা। মালিক পক্ষ আইনি ব্যবস্থা নিতে অনাগ্রহ প্রকাশ করায়, পুলিশ ড্রেজারটি বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট