1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

ধানের শীষের প্রার্থীই আসছে নারায়নগঞ্জ-৪ আসনে!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ জন প্রার্থীর তালিকায় এখনো ফাঁকা রয়েছে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে কে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন—তা নিয়ে চলছে তুমুল আলোচনা ও গুঞ্জন।

রাজনৈতিক সূত্র জানায়, শুরু থেকেই আলোচনায় ছিল জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের নেতা মনির কাসেমীর জন্য আসনটি ছাড়তে পারে বিএনপি। তবে সম্প্রতি সরকারের প্রকাশিত সংশোধিত আরপিও -তে বলা হয়েছে, কোনো প্রার্থী নিজ দলের প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ না পেলে মনির কাসেমীর প্রার্থীতা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ধানের শীষের প্রতীক ছাড়া ফতুল্লা অঞ্চলে মনির কাসেমীর জয় পাওয়া প্রায় অসম্ভব। তাই বিএনপি শেষ পর্যন্ত নিজ দলের প্রার্থী দিয়েই নির্বাচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের জন্য যেসব নেতার নাম আলোচনায় রয়েছে— ২০০৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী শাহ আলম, সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসনটি বিএনপির জন্য ঐতিহ্যবাহী হলেও দলীয় দ্বিধা ও কৌশলগত সমন্বয়ের অভাব প্রার্থিতা ঘোষণায় দেরি করছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ধানের শীষের সমর্থকদের।

চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে—তা এখন সবার চোখ বিএনপির কেন্দ্রীয় দফতরের দিকে। তবে, সরকারের প্রকাশিত সংশোধিত আরপিও-তে নির্বাচন হলে বিএনপি’র প্রার্থী নারায়ণগঞ্জ-৪ আসনেও থাকছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট