1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু কিট প্রদান করলেন মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসারের হাতে কিটগুলো তুলে দেন।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বর্তমানে সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জেও এর প্রভাব উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। খোঁজ নিয়ে জানতে পারি, সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের অভাব রয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের দলীয় উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশে আমরা এই কিট প্রদান করেছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে জনগণ আরও ভালোভাবে সেবা পাবে। আমরা চাই হাসপাতালটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হোক। ভবিষ্যতে আমাদের দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নেয়া হবে।’

কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট