1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে র‍্যাব-৬ ও র‍্যাব-১১। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্শেদ আলম।

গ্রেফতার ইস্রাফিল বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী এলাকার আবদুস ছালাম মোল্লার ছেলে। তিনি বিএনপির কর্মী এবং ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সংগঠনের বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের পর তার বাড়ি থেকে রক্তমাখা দা ও শার্ট উদ্ধার করেছিল পুলিশ।

গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় একটি দোকানে বসে ছিলেন সাংবাদিক হায়াত উদ্দিন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ দোকানে ঢুকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইস্রাফিলকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট