1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

না.গঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা ছাত্র ফেডারেশন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন।

জেলার সহ-সভাপতি ইউশা ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, প্রচার সম্পাদক স্বপ্নীল শোভন, কার্যকরী সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ কমিটির যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য হুমাইরা হেমা, কদম রসুল কলেজের সংগঠক আরাফ হোসেন ও সোহাগ, পাগলা অঞ্চলের সংগঠক আফছানা, ইসদাইর অঞ্চলের সংগঠক মিথিলা ও মিতু, ফতুল্লার সংগঠক জাওয়াদ আলম চৌধুরীসহ অন্যান্যরা।

এসময় ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ইউশা ইসলাম বলেন, “ঐক্য ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে ছাত্র ফেডারেশন সোচ্চার ছিল এবং থাকবে। আমাদের বন্ধু ও সনাতন ধর্মাবলম্বীরা যেন নিশ্চিন্তে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি সকলকে দুর্গাপূজার শুভেচ্ছাও জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট