যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, “সামনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে সারাদেশে আর্থিক উপহার বিতরণ করা হচ্ছে। বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে। যেখানে রাস্তা নেই আমরা রাস্তা করে দিচ্ছি, যেখানে পূজায় যাওয়ার জন্য লাইট নাই সেখানে লাইট লাগিয়ে দিচ্ছি, বিভিন্ন পূজা ম-পে সিসি ক্যামেরার ব্যবস্থা করছি। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল কি এভাবে সামাজিক কার্যক্রম করছে? আমার জানামতে, পৃথিবীতেও বিএনপির মতো সামাজিক কর্মসূচি পালনকারী দল খুব একটা নেই।”
মামুন মাহমুদ আরও বলেন, “গত ১৭ বছর আমরা নিপীড়ন-নির্যাতন সহ্য করেছি। তারপরও সামাজিক কর্মকা-ের মধ্য দিয়েই মানুষের কাছে ফিরে এসেছি। আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, হাজার হাজার ছাত্র-যুবক প্রাণ দিয়েছে। এখনো সেই সংগ্রাম অব্যাহত আছে। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র শক্তি বিএনপি।”
নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।