1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকায় এ্যাসরোটেক্স শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত এ্যাসরোটেক্স গ্রুপের চাকরিচ্যুত কর্মচারীরা চাকরিতে পুনর্বহাল ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, দুই মাস আগে ফ্যাক্টরির ভেতরে প্রচলিত নিয়মকানুন হঠাৎ পরিবর্তন করা হলে তারা প্রতিবাদ করেন। আগে নাস্তার সময় ছিল ১৫ মিনিট, তা কমিয়ে ১২ মিনিট করা হয়। দুপুরের খাবারের সময়ও পরিবর্তন করা হয়। এ ছাড়া নামাজের জন্য দেওয়া বিরতি বাতিল করা হয়। এর প্রতিবাদ করায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২২০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে এবং ৩০ জন শ্রমিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করে।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক মো. রাসেল বলেন, “দুই মাস যাবৎ কাজ নেই, সংসার চালাতে পারছি না। জিএম আওলাদ হোসেনের কারণে আজ আমাদের এই অবস্থা।”

শ্রমিক মো. নাজিমউদ্দীন বলেন, “গত ২ আগস্ট আমরা আন্দোলন করি। সেদিন যারা ছুটিতে ছিল, সাসপেন্ড ছিল বা অনুপস্থিত ছিল, তাদেরও সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।”

আরেক শ্রমিক আক্তার নেসা বলেন, “এই কোম্পানিতে ১৪ বছর কাজ করেছি। সেদিন অসুস্থ থাকার কারণে আমি ছুটিতে ছিলাম, তবু আমাকে বরখাস্ত করা হয়। এখন চাকরি চলে যাওয়ার কারণে চিকিৎসার খরচও চালাতে পারছি না।”

মানববন্ধনে শ্রমিকেরা দাবি করেন, তাঁদের দুটি দাবি অবিলম্বে মানতে হবে—শ্রমিকদের নামে দেওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং চাকরিচ্যুত ২২০ জন শ্রমিককে পুনরায় কাজে বহাল রাখা।

তবে এ বিষয়ে এর আগে এসরোটেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বদা শ্রমিকবান্ধব এবং বাংলাদেশ শ্রম আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট