1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

শহরের ২নং রেলগেইটে সাবিনার রমরমা মাদক ব্যবসা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২নং রেলগেইট এলাকায় প্রকাশ্যে চলছে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবিনার মাদক সাম্রাজ্য।

গাঁজা, ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাত বাড়ালেই মিলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শিথিল হয়ে পড়ায় সুযোগটি কাজে লাগিয়েছে সাবিনা ও তার চক্র। এতে পুরো এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে।

ফলে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত তরুন-তরুনী থেকে শুরু করে উঠতি বয়সের যুবক-যুবতীরা মাদকের কড়াল গ্রাসে আসক্ত হচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— উঠতি বয়সী তরুণ, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন এই মাদকের শিকার।

এতে পরিবার, সমাজ ও শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় অভিভাবক মহল জানাচ্ছেন, এলাকার তরুণ প্রজন্মকে রক্ষায় অবিলম্বে এ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা অচিরেই পুরো উপজেলা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কবলে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

এলাকার সচেতন মহল, নারায়ণগঞ্জ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সাবিনার মাদক চক্রের শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

তাদের যোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল নম্বর ও ট্র্যাকিংয়ের মাধ্যমে পাইকারি মাদক সরবরাহকারীদের শনাক্ত করতে হবে।

প্রশাসনকে বাধ্য হয়ে দ্রুততম সময়ে এ চক্র ভেঙে ব্যবস্থা নিতে হবে।

নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বিশ্বাস করেন, জেলা প্রশাসন যদি আন্তরিকভাবে তদন্ত করে তবে শুধু সাবিনা নয়, তার পেছনে থাকা মূল হোতাদেরও আইনের আওতায় আনা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট