1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর মধ্যে ৭ বছর বয়সী আনিছুর রহমান আনিছ এ গ্রামের আবুল হোসেনের ছেলে, এবং ৫ বছর বয়সী অপর শিশু জাহিদুর রহমান জাহেদ জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আনিছ ও জাহেদ প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খেলছিল এ দুই শিশু। দুপুর বারোটার দিকে তাদের দু’জনের ভাসমান মরদেহ দেখতে পান লোকজন। পরে দু’জনের নিথর দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পেটে অতিরিক্ত পানি প্রবেশ করাতে তাদের মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের সে সময়ের চিকিৎসক জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট