1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে মিলাদুন্নবীর ছুটির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতী গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে টিপুরদী এলাকায় এ বিক্ষোভের কারণে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা মহাসড়কে নেমে ছুটির দাবিতে বিক্ষোভ শুরু করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। মালিকপক্ষ ঈদে মিলাদুন্নবীর ছুটি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

চৈতী গার্মেন্টসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘কারখানার নির্ধারিত ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল না। তবে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। তবে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট