1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ভোরে বাবার মৃত্যু দুপুরে মেয়ের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় জান্নাত নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় এ নিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে ভোরে তার বাবা হাসান গাজী মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর থেকে বাবা-মাসহ আহত স্বজনদের সঙ্গে শিশুটি টানা পাঁচদিন ধরে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছিল। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জান্নাত নামের মেয়েটির শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সে মারা গেছে। এর আগে ভোরে মারা যান তার বাবা হাসান গাজী। বর্তমানে শিশুটির মা সালমাসহ দুজন চিকিৎসাধীন রয়েছেন।”

গত শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেডের বাসায় হঠাৎ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দু’টি ঘরের অন্তত ৯ জন দগ্ধ হন।

অগ্নিদগ্ধ পাঁচজন- আসমা বেগম (৩৫), তার মেয়ে তৃষা (১৭), ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২) ও তার মেয়ে মুনতাহা (৮); এখনও জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) মারা যান। নিহত হাসান গাজীর ছেলে শিশু ইমাম উদ্দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট