1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

সাধারণ আইনজীবীদের ভয়ভীতির অভিযোগ ল’ইয়ার্স কাউন্সিলের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারণার শেষ দিনেও নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গণসংযোগ ও প্রচারণা শেষে সমিতি ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তারা।

ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাঈন উদ্দীন মিয়া অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনী প্রার্থীরা ক্ষমতায় থেকে তার অপব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, “বারের অফিসকে নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে। বারের লাইব্রেরিতে রাজনৈতিক প্রোগ্রাম করে রাত অবধি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সাধারণ আইনজীবীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট দিতে বিরত রাখা হচ্ছে কিংবা নির্দিষ্ট প্যানেলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি আইন কর্মকর্তাদের ভোট প্রদানের পর ছবি তুলতে বাধ্য করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে মিথ্যা মামলা ও গ্রেফতারের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।

এ সময় জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের অন্যান্য প্রার্থী ও সমর্থক আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

Share

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট