যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারণার শেষ দিনেও নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গণসংযোগ ও প্রচারণা শেষে সমিতি ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তারা।
ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাঈন উদ্দীন মিয়া অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনী প্রার্থীরা ক্ষমতায় থেকে তার অপব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, “বারের অফিসকে নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে। বারের লাইব্রেরিতে রাজনৈতিক প্রোগ্রাম করে রাত অবধি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সাধারণ আইনজীবীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট দিতে বিরত রাখা হচ্ছে কিংবা নির্দিষ্ট প্যানেলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি আইন কর্মকর্তাদের ভোট প্রদানের পর ছবি তুলতে বাধ্য করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ প্রভাবিত করতে মিথ্যা মামলা ও গ্রেফতারের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
এ সময় জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের অন্যান্য প্রার্থী ও সমর্থক আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
Share
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত