1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

যুগান্তর স্বজন সমাবেশের শরৎ সাহিত্য আড্ডা ও আলোচনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শরৎ সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় শহরের মরগ্যান স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে স্বজন ও গুণিজনের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শরৎকাল নিয়ে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়। কবিতার আবৃত্তি এবং শরতের সৌন্দর্য নিয়ে নানা ভাবনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরগ্যান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক গোলাম মোস্তফা।

তিনি বলেন, “কাঁশফুল ধারাকে, চাঁদ রাতকে, হংসমিথুনের নদীর জলকে, পদ্মফুল জলাশয়গুলোকে, ফুলের ভারে নত ছাতিমগাছকে, বনের প্রান্তকে এবং মালতী ফুল উদ্যানসমূহকে শরৎ সাদা করে তোলে। প্রাচীন কবি কালিদাস ‘ঋতুসংহার’ কাব্যে এভাবেই শরৎকালকে বর্ণনা করেছেন।”

তিনি আরও বলেন, “সেই বৃষ্টি শরতে খেলে রোদ-মেঘে। ধানের জন্য জীবনসুধা সেই বৃষ্টি, শীতের শাকসবজির জন্য শরতের রোদ-বৃষ্টি অমৃততুল্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর ডালিম, সহ-সভাপতি রাকিবুল রকি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য রামকৃষ্ণ চন্দ, বাবুল হোসাইন, এস এম জোবায়ের, গোলাম মোস্তফা, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, তাপস অধিকারী, নজরুল ইসলামসহ স্বজনেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট