1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

কোরআনের আইন বাস্তবায়ন হলে অপরাধ থাকবে না-মাওলানা মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কুরআনের আলোকে সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া শান্তিনগর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বক্তব্যে তিনি বলেন, “দেশে ইসলামের বিজয় তখনই নিশ্চিত হবে, যখন জাতীয় সংসদে কুরআনের আইন বাস্তবায়িত হবে। কুরআনের আলোচনায় দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাট এসব থাকবে না।”

তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনের পর মানুষ যে পরিবর্তনের আশা করেছিল, তা এখনো অধরা। বন্দরের মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির আজ যে করুণ অবস্থা, তা থেকেই বোঝা যায় কতটা লুটপাট হয়েছে। আরেকটি যুদ্ধ বাকি আছে, আর তা হবে দুর্নীতির বিরুদ্ধে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর আক্তারুজ্জামান, থানা সেক্রেটারি সাইদুর রহমান।

১৭নং ওয়ার্ড (দক্ষিণ) সভাপতি কারী গোলাম মাওলার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মো. তমিজউদ্দিন, পেশাজীবী সংগঠনের থানা সেক্রেটারি মো. কাউসারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট