1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে রুবেল হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. স্বপন (৩০), কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল আড়াইহাজার থানাধীন মনোহরদী গ্রামের শীলবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সে আড়াইহাজার থানাধীন মনোহরদী ধর্মের চর এলাকার রেহাজ উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রুবেলকে তার বাড়ির সামনে পেয়ে অভিযুক্তরা অকথ্য গালিগালাজ করে। রুবেল প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রুবেলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নিহত রুবেলের স্ত্রী বাদী হয়ে ২ অক্টোবর ২০১৪ তারিখে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মো. স্বপনসহ অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গ্রেফতারের পর স্বপনকে আইনি প্রক্রিয়ার জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করেছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট