1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিএনপি নেতা পাকনা টিপুর বক্তব্যে সমালোচনার ঝড় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড় হাদীকে গুলি: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন আটক সোনারগাঁয়ে মেলার নামে মাদক ও জুয়ার দোকানপাট ভাংচুর করলো প্রশাসন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি—আমরা সবাই জনগণের চাকর-ডিসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর কোরআন খতম-দোয়া স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন অভিযোগ জামায়াত প্রার্থীর জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের, ছাড়িয়ে নিলো বিএনপি

ফতুল্লায় তিন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় তিনটি শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) ফতুল্লা ও কুতুবপুর এলাকায় জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, অভিযানে সহায়তা করে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ ও গ্যাস চুরির প্রমাণ মেলে। জব্দ করা হয় ৩৫০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ১টি কম্প্রেসর ও ২টি মোটর।

বিচ্ছিন্ন ও জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: নিউ হাজীগঞ্জের নূর এন্টারপ্রাইজ ১.৫ টনের একটি বয়লার দিয়ে দৈনিক আনুমানিক ৪,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। সংযোগ বিচ্ছিন্ন করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় সম্ভব হয়নি।

কুতুবাইল এলাকার এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। অবৈধ সংযোগের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা আদায় করে সংযোগ কেটে কিলিং করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস চুরি ও অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তারা আরও জানান, জনস্বার্থে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট