1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল নয়টায় মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশের সুরতহালে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পরে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।

ওসি শাহিনুর আরো বলেন, ‘মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। ভোরে কোনো গাড়ি চাপায়ও তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি দূর্ঘটনা না হত্যা তা নিশ্চিত করে বলা যাবে না। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট