1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

হেফাজতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি মাওলানা ফেরদাউসুর রহমানের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ওলামায়ে কেরামের শীর্ষ নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।

রবিবার (২৩জুন), এক প্রেস ব্রিফিংয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০১৩ এবং ২০২১ সালে ফ্যাসিবাদী সরকারের আমলে সারাদেশব্যাপী হাজারো মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যার মধ্যে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন উলামায়ে কেরাম।”

তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াত ও অন্যান্য দলের রাজনৈতিক মামলাগুলো ইতোমধ্যে প্রায় নিষ্পত্তি হলেও হেফাজতের নামে করা বেশিরভাগ মামলা এখনো ঝুলে আছে। বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সব নথি প্রেরণ করা হলেও হয়রানি বন্ধ হচ্ছে না। এক ফাইল একাধিকবার চাওয়া হচ্ছে—এটি অযথা হয়রানি ছাড়া আর কিছু নয়।”

মাওলানা ফেরদাউসুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা ধৈর্য ধরে আছি। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা আবারও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফতি তৈয়ব আল হোসাইন, মুফতি আব্দুর রহিম, মাওলানা মনোয়ার, মাওলানা আব্দুর রহিমসহ জেলা হেফাজতের অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি সরকারের প্রতি অনতিবিলম্বে সকল বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো আহ্বান জানান এবং হয়রানি বন্ধের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট