1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

আড়াইহাজারে  জামায়াতে ইসলামীর পথসভায়  বিএনপির হামলা, সংঘর্ষ, আহত-৭

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা জামায়াতে ইসলামীর পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা  হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ৭ জামায়াত নেতা কর্মী আহত হয়। এসময় বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের 

 গহরদি এলাকায় এ ঘটনা ঘটে। 

 

আড়াইহাজার দক্ষিন  জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, বিকালে গহরদী বাদশা বাড়ী এলাকায় উপজেলা জামায়াত ইসলামীর 

পথসভা ও গণসংযোগ চলাকালীন সময়ে হঠাৎ স্থানীয় বিএনপি নেতা  শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারীসহ ১২/১৩ জন লাঠি সোটা নিয়ে পথসভায় বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হামলাকারীরা মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, জামায়াত কর্মী আসাদুল্যাহ, কাউসার, আলাউদ্দিন, ওসমান,  নুরু মিয়া ও আলাউদ্দিনকে এলোপাথারী কিলঘুষি ও পিটিয়ে আহত করে। এদের মধ্যে আহত হাফেজ মাহবু্ু্বুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূইয়ার সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামায়াত ইসলামী বিগত আওয়ামীলীগের আমলে যারা আমাদের নির্যাতন করেছে তাদেরকে সাথে নিয়ে পথসভা করছিল। সেজন্য আমাদের লোকজন বাধা দিয়েছে। এসময় একটু কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তেমন বড় কিছু হয়নাই। 

 এব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি জামায়াতে ইসলামীর প্রোগ্রাম ভালভাবে সে হয়েছে। মারামরির ঘটনা পুলিশ গিয়ে পায়নি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যদি কেউ অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট