1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বন্দরে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে তিন লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে ভেক্যু দিয়ে কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।

তিনি জানান, ব্যক্তিমালিকানাধীন কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার বিষয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ করলে তা আমলে নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার সময় সুজন নামের এক যুবককে আটক করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে মাটি পরিবহনের সময় আল আমিন নামের অপর এক ব্যক্তির কাছ থেকে আরও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি বলেন, “কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষি উৎপাদনের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট