যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইটভাটায় বিক্রির উদ্দেশ্যে ভেক্যু দিয়ে কৃষি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।
তিনি জানান, ব্যক্তিমালিকানাধীন কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার বিষয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ করলে তা আমলে নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার সময় সুজন নামের এক যুবককে আটক করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে মাটি পরিবহনের সময় আল আমিন নামের অপর এক ব্যক্তির কাছ থেকে আরও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি বলেন, “কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষি উৎপাদনের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত