1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ড. ইউনূসের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে-মুফতি মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ড. ইউনূসের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “তিনি (ড. ইউনূস) প্রত্যাশাও তৈরি করেছেন। এখন তিনি চাইলেই একটি রাষ্ট্রকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে যেতে পারেন না। এটি ক্ষোভ বা অভিমানের জায়গা নয়। তবে কেউ যদি তাঁকে পদত্যাগে বাধ্য করে কিংবা চাপ প্রয়োগ করে, সেটি জনগণ ও রাজনৈতিক দলগুলো নজরে রাখবে।”

শনিবার (২৪ মে) বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ ও সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক।

মুহা. সুলতান মাহমুদ বলেন, “রাজনৈতিক দলগুলোর নিজস্ব চাওয়া-পাওয়ার বিষয় থাকতেই পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের রাজনীতি কিংবা পরস্পরবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে হবে। এজন্য আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট